গাজীপুরে ২০ হাজার ইয়াবাসহ আটক ৪
মোঃ ইলিয়াছ মোল্লা
গাজীপুরে প্রায় সাড়ে ২০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যা ব-১। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ লাখ ৭৩ হাজার ২শ টাকা, একটি প্রাইভেট কার ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (নজু আলম চৌধুরীর বাড়ির পাশে) ফিরিঙ্গি বাজার এলাকার আব্দুর রহিম চৌধুরীর ছেলে মো. করিমুল হাসান চৌধুরী (৫৫), গাজীপুরের শ্রীপুর থানার বরমী এলাকার জামাল উদ্দিনের স্ত্রী মোসা. শিরীন (৩৫), ফরিদপুরের বোয়ালমারী থানার রামদিয়া গ্রামের মো. নওশের মোল্লার ছেলে হুমায়ুন মোল্লা (২৯) এবং সিলেটের বিয়ানিবাজার থানার কোনাগ্রাম এলাকার খালিকের ছেলে মো. সাব্বির আহমদ (২১)।
র্যা ব-১-এর অধিনায়ক মো. সারওয়ার বিন কাশেম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন ঢাকা-গাজীপুর মহাসড়কের পশ্চিম পাশে বোর্ড বাজার মসজিদ মার্কেটস্থ নোভা সু গ্যালারির সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবার চালান হস্তান্তর করার উদ্দেশ্যে প্রাইভেটকারসহ অবস্থান করছে।
এমন গোপন খবর পেয়ে দুপুর পৌণে ১টার দিকে সেখানে অভিযান চালায় র্য্বা-১ এর সদস্যরা। সেখানে অভিযানকালে র্যানব সদস্যরা একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ওই চার আরোহীকে আটক এবং তাদের হেফাজত হতে ২০ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৭৩ হাজার ২শ টাকা জব্দ করা করা হয়।
র্যাব সদস্যরা এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ আটককৃতদের ৭টি মোবাইল ফোনও জব্দ করে। এ ব্যাপারে গাছা থানায় মামলা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল