তিন শিশুকে ঘরে তুলে মারপিট

0

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে গাছ থেকে তেঁতুল পেড়ে খাওয়ার কথিত অভিযোগে তিন শিশু স্কুল ছাত্রকে দিনভর ঘরে আটকে রেখে মারপিটের প্রতিবাদে এবং অবিলম্বে অভিযুক্ত দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে নির্যাতিত শিশুদের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা।

আজ সোমবার সকালে লক্ষীকোল-ধানাইদহ সড়কে মানববন্ধনকালে মেরিগাছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, ছাত্র অভিভাবক দুলাল ও ইমরান হোসেন, সমাজসেবক ডা. হায়দার আলী ও আব্দুর রাজ্জাক এবং শিক্ষার্থী আজমিরা হ্যাপী বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, গত শনিবার স্কুলে যাবার সময় মেরিগাছা গ্রামের দুলাল হোসেনের ছেলে ৭ম শ্রেণীর ছাত্র নহিন (১২), ইমরান হোসেনের ছেলে ৪র্থ শ্রেণীর ছাত্র আবির আহম্মেদ হিমেল (৯) ও খোরশেদ আলমের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র আবু তালহা (৮) কে একই গ্রামের এনামুল হক ও তার স্ত্রী বিলকিস খাতুন কৌশলে ডেকে নিয়ে যায়।

পরে তাদেরকে ঘরের ভেতরে আটকে রেখে দিনভর মারপিটসহ মানসিক নির্যাতন করে। বিকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুদের কান্নার শব্দে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে গিয়ে মারপিটের বিষয়টি জানতে পেরে এনামুলের বাড়ি ঘেরাও করেন।

পরে পুলিশ গিয়ে তিন শিশুকে উদ্ধার এবং দম্পতিকে আটক করে। এ সময় শিশুরা তেঁতুল চুরি করে খেয়েছে বলে এনামুল দম্পতি দাবী করেন। তুচ্ছ ঘটনায় দিনভর তিন শিশুকে আটকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। অন্যথায় আগামীতে এলাকাবাসীকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, ইতোঃমধ্যে এ ঘটনায় থানায় মামলা নেয়াসহ দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.