বিক্ষোভ করতে এসে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
মুক্ত অনলাইন ডেস্ক
বগুড়ায় বিক্ষোভ করতে গিয়ে দলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে শহরের নবাববাড়ি রোডের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে ওই বিক্ষোভ করতে আসে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ের সামনে নবাববাড়ি সড়কে বিক্ষোভ-মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলের শুরুতেই সামনে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন ও পরিমল চন্দ্র দাসের সমর্থকদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এসময় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তা থেমে যায়।
পরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ শেষ হতেই তাহাউদ্দিন নাহিনের ওপর চড়াও হন পরিমল চন্দ্র দাসের কর্মীরা। তারা নাহিনকে কার্যালয়ের সামনেই মারধর শুরু করেন। নাহিনের সমর্থকরাও এসময় সংঘর্ষে জড়িয়ে পড়লে দলের অন্যান্য নেতা ও পুলিশের হস্তক্ষেপে উভয়পক্ষকে সরিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন জানান, এটা তেমন ঘটনা নয়। ছোট একটি ঘটনা। পরে সব ঠিক হয়ে গেছে।
মুক্ত প্রভাত/রাশিদুল