পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে

0

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বৃহস্পতিবার। তাই আজ শুক্রবার সৌদিসহ মধ্যেপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করা হচ্ছে।

একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর কাঙ্খিত এই দিনটিকে যথাযোগ্য মরযাদায় পালন করছেন মুসলিম ধর্মালম্বিরা।

আজ শুক্রবার পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের জাতীয় মসজিদ রিয়াদের ধীরা মসজিদে। এই জামায়াত সকাল ৫ টা ২০ মিনিটে। জামায়াতের নাজাম পড়ান ইমাম ড. আব্দুল্লাহ বিন আব্দুল অাজিজ আল শেইখ। এছাড়া মক্কার হারম শরীফ, মদিনার মসজিদসহ বিভিন্ন প্রদেশের ঈদগ্রাহগুলোতে পর্যায় ক্রমে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে।

নামাজ শেষে মুসলমানরা একে অপরের সাথে কুলাকুলিতে মেতে উঠেন। বিশ্বের বিভিন্ন দেশেরসহ বাংলাদেশের প্রবাসীরা নামাজের পর কুলাকুলি করেন।

প্রসঙ্গত: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সৌদি আরবের শহরসহ প্রধান প্রধান সড়কে নিয়োন আলো, ব্যানার, ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়েছে। এছাড়া দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠনের আয়োজন করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.