সরকার শিক্ষা ক্ষেত্রে বেশী বরাদ্ধ দিচ্ছে- সাহারা খাতুন

0

মোঃ ইলিয়াছ মোল্লা

সরকার শিক্ষা ক্ষেত্রে সব চেয়ে বেশী বরাদ্ধ দিচ্ছে। কারন জাতি যত শিক্ষিত হবে দেশ তত উন্নত হবে। এ প্রতিষ্ঠানে পড়া লেখার মান যত বৃদ্ধি পাবে সরকারি করনের ক্ষেত্রে সুবিধা হবে। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে ।

স্বাধীনতার পর বাংলাদেশ ছিল এক গরীব রাষ্ট্র । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন বড় হবার। আর জননেত্রী শেখ হাসিনা এখন তা করে দেখাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে।

তিনি বলেন, যে বাংলাদেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ মজুদ রয়েছে। শহর থেকে গ্রামাঞ্চলে প্রত্যন্ত এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা আজ শুধু স্বপ্ন নয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। ধর্মের নামে বিশ্বব্যাপী জঙ্গিবাদ বিস্তার লাভ করেছে মন্তব্য করে বলেন, ‘বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে দেশের প্রতিটি গ্রাম পর্যায়ে ঐক্য গড়ে তুলতে হবে।

আজ সোমবার সকাল ১০ টার দিকে রাজধানীর তুরাগে কামারপারা স্কুল এন্ড কলেজের ৬তলা ভবনের ভিত্তি স্থাপনের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন এম পি ।

কামারপারা স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সহসভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য হাজী মোঃ আব্দুল বারিক মিয়ার সভাপতিত্বে ও অধ্যক্ষ খুরশিদ জাহানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি হালিম, তুরাগ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্বা মো: নাসির উদ্দিন, বীরমুক্তিযোদ্বা আলহাজ আব্দুল বারিক, আব্দুর রাজ্জাক (নাগর),হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, আবুল হোসেন প্রধান প্রমুখ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.