অস্ত্র,গুলিসহ রংপুরে আটক ১
মুক্ত অনলাইন ডেস্ক
অস্ত্র ও গুলিসহ ‘সেভেন স্টার’ গ্রুপের প্রধান ফরহাদ হোসেন সরকার ওরফে নয়নকে আটক করেছে র্যাব-১৩। রোববার মধ্যরাতে রংপুরে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের কুঠিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নয়ন কাউনিয়ার হরিচরন লস্কর এলাকার মৃত মতিয়ার রহমান সরকারের ছেলে। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার মধ্যরাত রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের কুঠিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়।
এ সময় ‘সেভেন স্টার’ গ্রুপের নয়ন বাহিনীর প্রধান ফরহাদ হোসেন সরকার ওরফে নয়নকে আটক করা হয়। পরে নয়নের শরীর তল্লাশি করে ১টি ওয়ান শুটার গান, ০১ রাউন্ড ওয়ান শুটার গানের তাঁজা গুলি, ১টি মোবাইল ফোন, নগদ অর্থ ১২১০ টাকা উদ্ধার করা হয়।
এ সময় ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এই নয়ন এলাকার বিভিন্ন অপকর্ম ও সন্ত্রাসী কার্মকাণ্ডের সঙ্গে জরিত।
মুক্ত প্রভাত/রাশিদুল