আ’লীগ নেতার বাড়িতে হামলা
মুক্ত অনলাইন ডেস্ক
কেসিসির ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদ তপনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে ৮-১০টি মোটরসাইকেলে করে হেলমেট পরা একদল সন্ত্রাসী এ হামলা চালায়। তপন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট পরা একদল সন্ত্রাসী তপনের নগরীর টুটপাড়ার খানজাহান আলী রোডের বাড়িতে প্রবেশ করে। তারা আজমল ও তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল আহমেদ স্বপনকে নাম ধরে খুঁজতে থাকে।
এ সময় তারা বাড়িতে না থাকায় সন্ত্রাসীরা বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করে। এ সময় বাড়িতে থাকা আশিক নামের একজনকে মেরে আহত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও সিনিয়র আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আজমল আহমেদ তপন জানান, তাদের সঙ্গে ব্যক্তিগত কারো দ্বন্দ্ব নেই। রাজনৈতিক কোনো কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, হামলার কারণ জানা যায়নি। হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে।
মুক্ত প্রভাত/রাশিদুল