৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প নিউজিল্যান্ডে
মুক্ত অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। আজ মঙ্গলবার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ২২৮ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র নিউ প্লেমাউথ শহর থেকে ৬৩ কিলোমিটার পূর্বে নিউজিল্যান্ডের ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা জিওনেট এটিকে মাঝারি থেকে মৃদু বলে বর্ণনা করেছে।
নিউজিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষতির কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।-সূত্র যুগান্তর
মুক্ত প্রভাত/রাশিদুল