যুবকের লাশ উদ্ধার

0

মুক্ত অনলাইন ডেস্ক

পোড়াভিটা ও যৌনপল্লী সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে পোড়াভিটা হতে যৌনপল্লীর চলাচলের জন্য বাঁশের মাচার পাশে বস্তাবন্দী অবস্থায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার এসআই পরিমল কুমার জানান, ধারনা করা হচ্ছে ২/৩ দিন আগে আনুমানিক ৩০ বছরের ওই যুবককে হত্যা করে লাশ বস্তাবন্দী করে পুকুরে ফেলে রাখে দুর্বৃত্তরা।

লাশের সুরহাল রিপোর্টে দেখা যায়, তার শরীরের কোথাও কোনো আঘাতে চিহ্ন নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.