পাওয়ানা টাকা আনতে গিয়ে বগুড়ায় কসাই খুন
মুক্ত অনলাইন ডেস্ক
পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়িতে ডেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সালজার রহমান (৫০) নামে এক কসাইকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত কসাই আদিলকে (৩২) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
আজ মঙ্গলবার সকালে বগুড়ার শিবগঞ্জে উপজেলার মাছপাড়া কারিগরপাড়ায় আদিলের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সালজার রহমান উপজেলার দেউলী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মৃত বাজি মোল্লার ছেলে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, সালজার রহমান ও আদিল কসাই গাংনগর বাজারে গরুর গোশত বিক্রি ও গরু কেনাবেচা করতেন।
ব্যবসার প্রয়োজনে আদিল কসাই কিছু দিন আগে সালজার কসাইয়ের কাছে ২০ হাজার টাকা ঋণ নেন। এ টাকা ফেরত না দেয়ায় দুই কসাইয়ের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। আদিল টাকা ফেরত দেয়ার নামে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সালজারকে তার বাড়িতে ডেকে নেয়।
সেখানে টাকার অংক নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আদিল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে সালজারের ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই সালজার মারা যান। প্রতিবেশীরা টের পেয়ে দাসহ আদিলকে আটক করেন।
পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদিলকে গ্রেফতার ও নিহত সালজারের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মুক্ত প্রভাত/রাশিদুল