আজ চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদ-উল-ফিতর

0

 

রমজানের রোজার শেষে খুশির সওগাত নিয়ে আসছে পবিত্র ঈদ-উল-ফিতর। রহমত, মাগফেরাত, নাযাতের বিদায়ে সীমাহীন আনন্দের পয়গাম নিয়ে মুসলিম উম্মাহর ঘরে ঘরে করা নাড়ছে ঈদ।

আজ শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই কাল শনিবার ধর্মীয় ভাবগাম্ভিরর্য্যের মাধ্যমে উদযাপন করা হবে পবিত্র ঈদ-উল-ফিতর।শাওয়াল মাসের চাঁদ দেখতে শুক্রবারের পরন্ত বিকালে শহর গ্রামের মানুষ অপলক দৃষ্টিতে চেয়ে থাকবে আকাশের দিকে। মহান সৃষ্টিকর্তার মহিমায় আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই ধনী-গরিব, শিশু-বৃদ্ধ আনন্দে মাতোয়ারা হয়ে পড়বে।

তবে বাংলাশের চাঁদ দেখা কমিটি এ সংক্রান্ত বৈঠকে বসবে আজ সন্ধ্যায়। এদিকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বৃহস্পতিবার। তাই আজ শুক্রবার সৌদিসহ মধ্যেপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করা হচ্ছে।

একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর কাঙ্খিত এই দিনটিকে যথাযোগ্য মরযাদায় পালন করছেন মুসলিম ধর্মালম্বিরা। তাই সৌদি আরবে ঈদ হলে পরদিন বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের ছোট বড় ঈদগাহগুলো বর্ণিল সাজে সজ্জিত হচ্ছে।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.