গৃহবধূকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
মুক্ত অনলাইন ডেস্ক
আঙ্গুরী বেগম (৫০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নড়াইলের কালিয়া উপজেলায় উপজেলার চাচুড়ী ইউনিয়নের চাপুলিয়া গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
আঙ্গুরী বেগমের স্বামী সবুর খান জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনি সওদা করার জন্য বারইপাড়া বাজারে যান।
বাজার থেকে ফিরে তিনি পুত্রবধূ তানজিলাকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরের মেঝেতে তার স্ত্রী আঙ্গুরী বেগমের রক্তাক্ত লাশ দেখতে পান।
কালিয়া থানার ওসি শেখ শমশের আলী বলেছেন, আঙ্গুরী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও খুনিদের শনাক্তের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
মুক্ত প্রভাত/রাশিদুল