৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র প্রস্তুত: দিপন হত্যা মামলা
মুক্ত অনলাইন ডেস্ক
৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি সম্পন্ন করেছে তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই অভিযোগপত্র জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার।
ডিবি দক্ষিণ বিভাগ এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়েছে, অনুমোদন মিললেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে মিন্টো রোডে সাংবাদিকদের এ তথ্য জানান।
সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ যাদের নাম চূড়ান্ত প্রতিবেদনে থাকছে, তারা সবাই নিষিদ্ধ আনসার আল ইসলামের সদস্য বলে তিনি জানান।
মনিরুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডে ৯ জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও আটজনকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন পাওয়া গেলে তা আদালতে জমা দেওয়া হবে।-সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল