গুলিতে নিহত বলিচাকমা

1

 

ইউপিডিএফ’র দুই পক্ষের মধ্যে গুলির ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের বলি চাকমা ওরফে জংলি নিহত হয়েছেন। এছাড়া সুমতি চাকমা নামের অারো একজন আহত হয়েছেন। রাঙ্গামাটির লংগদুর দোসরপাডা স্টিল ব্রিজ এলাকায়  শুক্রবার ভোড়ে ওই ঘটনা ঘটে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজন সামন্ত জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটে। আজ শুক্রবার ভোরে লংগদুর দোসরপাডা স্টিল ব্রিজ এলাকায় ইউপিডিএফ- এর দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।  পুলিশ ঘটনাস্থলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।

1 টি মন্তব্য
  1. মুক্ত কলম বলেছেন