বাস চাপায় যুবক নিহত, চালক-হেলপারসহ আটক ৩
মুক্ত অনলাইন ডেস্ক
ঢাকাগামী জে-লাইনের (বাস) চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কে উথলী মহাবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী উপজেলার আন্দুলবাড়িয়া শেখ পাড়ার দুলাল শেখের ছেলে। মেহেদী এসময় মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে দর্শনা যাচ্ছিলেন।
উথলী মহাবিদ্যালয়ের সামনে এসে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলসহ পরিবাহনের নিচে চলে যান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবহনের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে পুলিশ। জীবননগর থানা অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুক্ত প্রভাত/রাশিদুল