রূপগঞ্জে অসহায় মানুষের মাঝে রিক্সা ও সেলাই মেশিন বিতরণ
লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি.
আজ ৩০ এ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫:৩০ মিনিটে নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবেড় সিটি মার্কেট এলাকায় ‘‘সেতুবন্ধন সমাজ কল্যান সংঘ” এর উদ্যোগে এলাকার অসহায় মানুষের জন্য ২০ টি রিক্সা ও ৪০ টি সেলাই মেশিন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ন-সাধারণ সম্পাদক মাছুম মিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক মিজান মাস্টার, সাংগঠনিক সম্পাদক, জাকির হোসেন মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক সাগর আহম্মেদ, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য মামুন মিয়া, রোবেল আহম্মেদ বাধন,মমিন, উজ্জ্বল মিয়া, পিঞ্জর, শুভ,সাকিব, প্রান্ত সাব্বির, পাপ্পু, আকাশ, প্রমুখ।
সংগঠনটির সভাপতি মোঃ আমজাদ হোসেন, বলেন, আমরা কিছু উদিয়মান তরুণ এর একান্ত প্রচেষ্টায় কুয়েতি একটি সংস্থার মাধ্যমে গরীব, অসহায় মানুষের মধ্যে এ সেলাই মেশিন ও রিক্সাগুলো বিতরণ করতে পেরে আনন্দিত। এতে করে এই সব মানুষের কিছুটা হলেও রুজি রোজগারের ব্যবস্থা হবে।
মুক্ত প্রভাত/ কাওছার আহম্মেদ