রাজধানীতে ঈদের জামায়াতের সময়সূচি

1

 

রাজধানীতে ঈদের জামাতের সময়সূচি

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল সারে  আটাটার দিকে। এই জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ মাঠে। তবে দূর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জামে মসজিদে। এই জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। নামাজ পড়াবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মিরপুর জামেয়া আরাবিয়ার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান।

এছাড়া বায়তুল মোকাররম জাতীয় জামে মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে ১০.৪৫ মিনিটে।

রাজধানীর দুই সিটি করপোরেশনের উদ্যোগে ৪০৯টি স্থানে এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতসহ ঈদুল ফিতরের ২শ ২৯টি এবং উত্তর সিটি করপোরেশনে ১শ ৮০টি জামাত অনুষ্ঠিত হবে।  

এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৮টা ও পরেরটি ৯টায়। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেট সংলগ্ন মাঠ ও শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায়,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাঠে সকাল সাড়ে ৭টায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে সকাল পৌনে ৮টায়,রাজধানীর সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদেসকাল ৮টায়, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত ৭টায়, দ্বিতীয় ৮টা ৪৫ মিনিট, তৃতীয়টি ৮টা ১৫ মিনিটে,কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায়,ধানমন্ডি ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ধানমন্ডি কলাবাগান বশিরউদ্দিন সড়ক জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, দেওয়ানবাগ শরীফে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে, প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, তৃতীয় জামাত সকাল ১০টায়, মিরপুর ফুরফুরা দরবারের মারকাজে ইশাআতে ইসলাম মসজিদ কমপ্লেক্সে জামাত ৮টা ৩০ মিনিটে।

চিশতীয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদে জামাত সকাল ৮টায়, পুরান ঢাকার লক্ষ্মী বাজার ঐতিহ্যবাহী মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, বসুন্ধরা সিটির দক্ষিণ পার্শ্বে এবং সোনারগাঁও হোটেলের পশ্চিম পার্শ্বে সামারাই কনভেনশন সেন্টারে (পান্থপথ)প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, পুরান ঢাকার লক্ষ্মী বাজার নূরানী জামে মসজিদে জামাত সকাল সাড়ে ৮টায়, আম্বর শাহ শাহী মসজিদে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার মসজিদ এ তৈয়্যেবিয়ায় প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়,পল্লীমা সংসদ ময়দানে সকাল ৭টা ৪৫ মিনিটে,পশ্চিম আগারগাঁও দরুল ঈমান জামে মসজিদে সকাল ৮টায়।

 এলিফেন্ট রোডের এরোপ্লেন মসজিদে জামাত সকাল ৮টায়, মালিবাগ আবুজর গিফারী কলেজ মাঠে জামাত সকাল ৮টায়,যাত্রাবাড়ী, ধলপুর নারিকেল বাগান বড় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়, মিরপুর ১২ নম্বরে হারুণ মোল্লা ঈদগাহ পার্ক ও খেলার মাঠে জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে, রশিদ বেপারী বাজার জামে মসজিদে জামাত সকাল ৮টা ৩০ মিনিটে। কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদে জামাত ৮টায়, মিরপুর, মীরবাড়ি (মাদবর বাড়ী) আদি জামে মসজিদে জামাত ৭টা ৩০ মিনিটে। সোবহানবাগ জামে মসজিদে জামাত ৮টা ৩০ মিনিটে,মগবাজার বিটিসিএল (টিএনটি) জামে মসজিদে জামাত ৮টায়, ডেমরা, উত্তর কুতুবখালী জামে মসজিদে প্রথম জামাত ৭টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

 

1 টি মন্তব্য
  1. হাসিনা বেগম বলেছেন