আদালত ভবনের প্রবেশ পথে তালা ঝুলিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা
মুক্ত অনলাইন ডেস্ক
প্রশাসনিক হস্তক্ষেপ বিচার বিভাগের উপর করার প্রতিবাদে আদালত বর্জন কর্মসূচী পালন করছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
কর্মসূচীর অংশ হিসাবে বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবন থেকে আদালত ভবনে প্রবেশের পথে তালা লাগিয়ে দিয়েছে। তবে আইনজীবীরা বিকল্প পথে আদালতে যাচ্ছেন। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচী দেয় সমিতি।
তবে সকাল নয়টা থেকে আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার কার্যক্রম শুরু হয়। মামলা পরিচালনায় অংশ নেয় আইনজীবীরা। এদিকে বর্জনের সমর্থনে সমিতির সভাপতির কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে আইনজীবীরা।
বার সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, আদালতের উপর সরকারের হস্তক্ষেপ অব্যাহত থাকলে সারাদেশে বর্জন কর্মসূচী দেয়া হবে।-সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল