দেশজুড়ে চলছে বিএনপি’র মানববন্ধন
মুক্ত অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করার প্রতিবাদে সারা দেশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছে দলটি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ওই রায় দেওয়া হয়েছে।
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার বেলা ১১টায় এ মানববন্ধন শুরু হয়েছে, চলবে দুপুর ১২টা পর্যন্ত। তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে এদিন সারা দেশে মানববন্ধন করছেন বিএনপির নেতাকর্মীরা। জেলা সদর ও মহানগরে এ কর্মসূচি পালন করছে দলটি। এ রায়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবারও সারা দেশে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।
মুক্ত প্রভাত/রাশিদুল