রাজধানীর বাড্ডায় আ’লীগ নেতাকে গুলি করে হত্যা
জুম্মার নামাজ শেষ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্য বের হয়েছিলেন ফরহাদ আলী (৪৫)। তিনি বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মসজিদ থেকে বের হতেই সন্ত্রাসীদের বিুলেট তাকে আঘাত হানে। এসময় দুইটি গুলি তার শরীরে বিধে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর বাড্ডার আলীর মোড়ের একটি মসজিদের সামনে ওই ঘটনা ঘটে। বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন,নামাজ পড়ে বের হতেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোরে এতে তার শরীরের সন্ত্রাসীদের দুইটি গুলি বিধে যায়। ঘটনাস্থলে তিনি নিহত হয়েছে।