ইবিতে পিএইচডি সেমিনার
ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এন্ড রিসার্স মেথোডোলজি’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় লোকপ্রশাসন বিভাগের সেমিনার লাইব্রেরীতে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়- লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জুলফিকার হোসেনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন- মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নেছার উদ্দীন আহমদ, বিভাগের অধ্যাপক নাসিম বানু অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক গিয়াস উদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক রাকিবা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক লুৎফর রহমান প্রমূখ।
লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামানের তত্বাবধানে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। একই বিভাগের সহযোগী অধ্যাপক মুুন্সি মুর্তোজা আলী। তার গবেষণা প্রবন্ধের শিরোনাম ছিল ‘এডমিনিস্ট্রেশন অব থার্ড সেক্টর অর্গানাইজেশনস এন্ড পোভার্টি রিডাকশন: এ কেইস স্টোরি অব মাইক্রোফিন্যান্স ডেলিভারি সিস্টেম ইন বাংলাদেশ’।
মুক্ত প্রভাত/রাশিদুল