পুলিশ সদস্যসহ ৪ মাদকসেবনকারী আটক

0

মুক্ত অনলাইন ডেস্ক

এসআইসহ চারজন মাদকসেবনকারীকে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটক করেছে বিজিবি। পুলিশ সদস্য শ্রী গৌতম কুমার রায় (৩৮) রংপুর মাহিগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত।

তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার সামি গ্রামের শ্রী নগেন্দ্র নাথ রায়ের ছেলে। এসময় তাদের নিকট থেকে ৩ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেল জব্দ করে বিজিবি।

বিজিবি বুধবার (৩১ অক্টোবর) বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছে। অন্য আটককৃতরা হলেন- নীলফামারীর শাহিপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (৩৩), রংপুর কোতোয়ালি থানার শালবন মিস্ত্রি পাড়া গ্রামের আমিন মোতাহারের ছেলে কাইফি আনান হৃদম (২৭), একই জেলার জুম্মাপাড়া গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে সনি হোসেন (২৪)।

মঙ্গলবার (৩০ অক্টোবর) ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশের ফুলবাড়ী সীমান্তে প্রবেশের সময় রাত ৯টার দিকে লালমনিরহাটস্থ ১৫ বিাজবি ব্যাটালিয়নের গংগারহাট বিওপির হাবিলদার আব্দুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক ৯৪১নং মেইন পিলার নাখারজান সীমান্তে বিজিবির টহল দল তাদের আটক করে।

লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়নের অন্তর্গত গংগারহাট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জসিম উদ্দিন জানান, আটক আসামিদের নামে মাদক বহন ও সেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ফুলবাড়ী থানার ওসি ফুয়াদ রুহানী জানান, পুলিশ সদস্যসহ আটককৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় বিজিবি মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.