‘বন্ধু’ কুবির ৩য় বর্ষপূর্তি পালন
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘বন্ধু’র ৩য় বর্ষপূর্তি পালন করা হয়েছে। “যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাচঁবে জীবন বাচঁবে প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কেটে তৃতীয় বর্ষপূর্তি উৎযাপন করে সংগঠনটি।
আজ বুধবার (৩১ অক্টোবর) কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ৪০৩ নম্বর রুমে এই বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘বন্ধু’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাসুদ পারভেজ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আওয়াল চৌধুরী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, আইন বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক সোহেল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি, অনুপ্রাস কন্ঠ চর্চা কেন্দ্র, বিএনসিসি, রোভার স্কাউট, অনুস্বার, সায়েন্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ‘বন্ধু’র সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বর্ষপূর্তি অনুষ্ঠান শেষে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করে সভাপতি মাসুদ পারভেজ সবুজ।
নব কমিটিতে মো. আশরাফুর রহমান ভূঁইয়াকে সভাপতি এবং শাহবাজ ইব্রাহীম সানিকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ১৫ সদস্যদের হেলথ কমিটি ঘোষণা করা হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল