পাটগ্রামে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

0

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মাদক সেবনের দায়ে পারভেজ ইসলাম (২৫) নামের এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (০১ নভেম্বর ) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের ভ্রাম্যমান আদালতে তাকে হাজির করা হয়।

এ সময় মাদক সেবনের দায়ে তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পারভেজ ইসলাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের শহিদুল হকের ছেলে বলে জানা গেছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ আঃ সামাদ ও সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে পৌর এলাকায় মাদকদ্রব্য সেবনের সময় তাকে আটক করেন পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.