লালপুরে কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ

0

লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের লালপুর উপজেলার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি ২০১৮-১৯ এবং খরিপ ১-২০১৯ মৌসুমের ভুট্টা ও সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকালে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা বিআরডিবি হলরুম চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মূল বানীন দ্যুতির সভাপতিত্বে নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খাঁন, লালপুর উপজেলা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ফিরোজ আল হক ভুঁইয়া প্রমুখ। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.