জয়নব হাসপাতালের যাত্রা শুরু

0

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া জয়নব হাসপাতালের নব আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে এ নব যাত্রার শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু। হাসপাতালের স্বত্ত্বাধিকারী রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব, ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম, স্কুল শিক্ষক কোরবান আলী, হাসপাতালের পরিচালক ডা. সাদ্দাম হোসেন নিবিড় ও ডা. আঁখি আরা বক্তব্য রাখেন। মোনাজাত পরিচালনা করেন বনপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, সাংবাদিক ফারুক হোসেন আপন ও বুলবুল আহম্মেদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা উপজেলার দরিদ্রসহ সব শ্রেণী পেশার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকদের আন্তরিক ভূমিকার পাশাপাশি হাসপাতালটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.