রাবির ছাত্রলীগের ৪ নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

0

মুক্ত অনলাইন ডেস্ক

ভর্তি জালিয়াতির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোনালাপ ফাঁসের জেরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় ৪ দলীয় নেতাকর্মীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সক্রেটিস মিনজ জীবন বাদী হয়ে নগরের চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ করিম রুপম, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাউসার ইসলাম, সহ-সম্পাদক হাসিবুল হাসান শান্ত এবং ছাত্রলীগ কর্মী শামিম শিকদারসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি জালিয়াতির চুক্তি নিয়ে ছাত্রলীগ নেতা তারেক আহমেদ খান শান্তর একটি ফোনালাপ ফাঁস হয়।

সেখানে হাসিবুল হাসান শান্ত ও কাউসার ইসলাম তাকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে দাবি করেন তারেক আহমেদ খান শান্ত। সেই ঘটনায় জেরে গত সোমবার দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এলাকায় তারেক হোসেন শান্তকে মারধরের ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.