বান্দরবানে বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান প্রেসক্লাব চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুট প্যালেস হোটেলের সামনে গিয়ে শেষ হয়।

পরে ফুট প্যালেস হোটেলে বাঙ্গালী ছাত্র পরিষদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। বান্দরবান পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা আহ্বায়ক কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- এইচ এম সম্রাট, যুগ্ম আহব্বায়ক আব্দুল আল মামুন, সদস্য সচীব ফরহাদুল ইসলাম, জেলা সদস্য নেচার উদ্দিন প্রমূখ।

প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথিরা বলেন, আমরা বাঙ্গালী, সমাজে বাচাঁর জন্য আমাদের সকল অধিকার দরকার। কিন্তু পার্বত্য অঞ্চলে তার ভিন্নতা রয়েছে। জাতি ভেদে চালু আছে বিভিন্ন কোটা, যার জন্য অনেক সময় প্রকৃত মেধা থাকার পর ও চাকরি সহ বিভিন্ন কিছুতে ঝরে পরে মেধাবীরা। তাই তাদের সকলের দাবি সকল প্রকার কোটা বন্ধ করে দেশের মেধাবী ছাত্র সমাজকে দেশ উন্নয়নে কাজ করার সুযোগ প্রদান করা হোক। আর মেধাবীরা সুযোগ পেলে যে কোন কাজ দ্রুত অগ্রগতি করে দেশ এগিয়ে নিয়ে যেতে পারবে। তাতে উন্নন হবে দেশ, দুর হবে বেকারত্ব। তাই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সকল মেধাবী ছাত্র ছাত্রীদের দেশের উন্নয়নে কাজ করার সুযোগ প্রদান করা হয় তার জন্য সকলকে একযোগ কাজ করে যাওয়ার আহ্বানও জানান নেতারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.