আবারও সৌদিজুড়ে রহস্য! এবারে দুই সৌদি বোনের লাশ মিললো নিউইয়র্কের হাডসন নদীতে

0

মুক্ত বিশ্ব ডেস্ক.

সৌদিতে চলমান আলোচিত ঘটনার ইতি টানতে না টানতেই নতুন এক ঘটনার জন্ম নিলো । তবে এবার সৌদিতে নয় নিউইয়র্কে হাডসন নদীতে গত সপ্তাহে খুঁজে পাওয়া গেল দুই সৌদি তরুণীর লাশ। তাদের দু’জনের দেহ এক সঙ্গে টেপ দিয়ে পেঁচানো। মুখের স্কেচ প্রকাশ করে দুই বোনের পরিচয় খুঁজে বের করে পুলিশ। এই দুজন আসলে দুই বোন।

বড় বোন রোতানা ফারিয়ার বয়স ২২। ছোট বোন তালা ফারিয়ার ১৬। কেন তাদের মৃত্যু ঘটলো, তাদের লাশ কীভাবে হাডসন নদীতে ভেসে আসলো, সেটা এক বিরাট রহস্য। নিউ ইয়র্কের পুলিশ এখনো পর্যন্ত এই রহস্যের কোন কিনারা করতে পারেনি।

পুলিশ বলছে, এরা কি কোন অপরাধের শিকার হয়েছে, নাকি দুই বোন মিলে আত্মহত্যা করেছে সেটা নিশ্চিত করে বলার মত তথ্য এখনো তাদের কাছে নেই।

পুলিশ বলছে, সৌদি নাগরিক এই দুই বোন সম্প্রতি যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়ে আবেদন করেছিল।

সৌদি আরব থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে আসে ২০১৫ সালে। সঙ্গে ছিল তাদের মা।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দুই বোন প্রায়শই তাদের বাড়ি থেকে পালিয়ে যেত।

কিন্তু তদন্ত কর্মকর্তারা এই ধাঁধাঁর কোন সূত্র খুঁজে পাচ্ছেন না কেমন করে ভার্জিনিয়ার বাড়ি থেকে ২৫০ মাইল দূরে হাডসন নদীর তীরে তাদের মৃতদেহ এলো।

সৌদি কনস্যুলেট জেনারেল এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসের কর্মকর্তারা এই দুই বোনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এরা দুজনেই ছিল ছাত্র। তারা ওয়াশিংটনে তাদের ভাইয়ের সঙ্গে ছিল।

অন্যদিকে নিউ ইয়র্ক পুলিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস বলছে, যেদিন দুই বোনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়, তার আগের দিন সৌদি দূতাবাসের এক কর্মকর্তার কাছ থেকে তাদের মায়ের কাছে একটি ফোন কল আসে।

ঐ কর্মকর্তা নাকি যুক্তরাষ্ট্রে দুই বোনের রাজনৈতিক আশ্রয় চাওয়ার ঘটনা উল্লেখ করে পরিবারটিকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেন। নদীর ধারে যখন তাদের দেহ খুঁজে পাওয়া যায়, দুই বোনের পরনে ছিল কালো লেগিংস এবং কালো জ্যাকেট। তাদের দু’জনের কোমরে এবং পায়ের গোড়ালিতে কালো ডাক্ট টেপ পেঁচানো ছিল।

মুক্ত প্রভাত/ কাওছার আহম্মেদ

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.