আরাফাত হোসাইন অভি
যারা ফি জমা দিয়েছেন কিন্তু জিপিএ ৯.৪২ এর কম থাকায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাননি তাদের কাছ থেকে আবেদন ফি বাবদ নেয়া ৭০০ টাকা থেকে প্রসেসিং ফি’র ২০০ টাকা রেখে অবশিষ্ট টাকা ফেরত দেয়া হবে।
এজন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.bau.edu.bd) লগ ইন করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে একটি রকেট নাম্বার দিতে বলা হয়েছে। পরবর্তীতে ওই রকেট নাম্বারে ৫০০ টাকা ফেরত দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল আওয়াল বলেন, প্রায় ৫ হাজার ৭৮২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না।
উল্লেখ্য, বাকৃবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আবেদন করে। প্রতি বছরের ন্যায় মেধার ভিত্তিতে আসন সংখ্যার দশগুন মোট ১২ হাজার ৩০০ জন আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন ফি ছিল ৭০০ টাকা।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না তাদের কাছ থেকেও আবেদন ফি নেয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনেকদিন থেকেই তীব্র নিন্দা ও সমালোচনা করে আসছিল। কিন্তু বিষয়টি আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মুক্ত প্রভাত/রাশিদুল