নির্বাচনে আসুন না আসলে মহাভুল হবে
মুক্ত অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এবার মহাভুল হয়ে যাবে যদি আপনারা (বিএনপি) নির্বাচনে না আসেন।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি গত নির্বাচনে আসে নাই।
এবার আর ভুল করবে না। আমি তাদের অনুরোধ করবো নির্বাচনে আসেন। দীর্ঘ ৪ ঘণ্টার আলোচনা সংলাপের পর তাদের বডি ল্যাংগুয়েজ দেখে আমার মনে হয়েছে, এবার তারা নির্বাচনে আসবে।’ মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘গতবার আমাদের ওয়াকওভার দিয়েছিলেন। কেউ যদি নির্বাচন না করে আমরা কী করব? কেউ নির্বাচন না করলেতো আমরা জিতেই যাবো।
দয়া করে, আপনারা আমাদের ওয়াকওভার দেবেন না।’ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে আশ্বস্ত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলেছেন, ইলেকশন ফেয়ার হবে, ভয়ের কোন কারণ নেই।
বিশ্বাস করে আসেন। এখনো বলছি নির্বাচনে আসেন। জনগণ যদি রায় দেয় আপনারা থাকবেন। জনগণকে রায় দেওয়ার সুযোগ দেন।’ খবর: বাসস/ ইত্তেফাক