সংলাপ চলবে নির্বাচনও যথা সময়ে হবে – রাশেদ খান মেনন
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি.
সমাজ কল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টি’র সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, সংলাপ চলবে নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। সংলাপে বেশ কিছু অগ্রগতি হয়েছে। সভা সমাবেশ অতীতে যেমন বাধা ছিলনা এখনও নেই এবং থাকবেনা। নির্বাচনের জন্য সমতলভুমি বা লেভেল প্লেইনফিল্ড নিশ্চিত করার সব ব্যবস্থা হয়েছে। সুতারাং এখন আর নির্বাচন থেকে দুরে থাকার অবকাশ নাই। তাই স্বাভাবিক ভাবে আমারাও আশা করি বিএনপি ও ঐক্যফ্রট নির্বাচনে অংশ নিবে। উৎসব মুখর পরিবেশেই একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার বিকালে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা ওয়ার্কাস পার্টি আয়োজিত গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক মিলন কান্তি সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক,জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, দীপংকর সাহা দিপু, বেলা রানী, বিরেন সরকার মিন্টু, প্রণব চৌধুরী খোকন, মোছাদ্দেক আহম্মেদ বুলবুল, এমএ মতিন মোল্লা, মাসুদুর রহমান মাসুদ, রেজাউল করিম, অধ্যাপক মতিয়ার রহমান, আলমগীর হোসেন প্রমূখ। প্রধান অতিথি আরো বলেন, দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে।
যা বর্তমানে প্রয়োজন সেটা হলো সততা প্রতিষ্ঠা। উন্নয়নের পাশাপাশি ধনী ও গরীবদের মধ্যে ক্রমবর্ধমান আয় বৈষম্য কমিয়ে আনতে হবে। দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হবে।বন্ধ করতে হবে সম্প্রদায়িকতার বিস্তার ও জঙ্গিবাদি কঠোরতা। একটি শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৪ দলীয় সরকারকে আবোরো নির্বাচিত করতে আহবান জানান।
মুক্ত প্রভাত/কাওছার আহম্মেদ