যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
মুক্ত অনলাইন ডেস্ক
শফিকুল ইসলাম (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিবাগত রাত একটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর নেয়ার পথে তিনি মারা যান। ঝিনাইদহের তেঁতুলতলায় ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার পোটলা তরফদারের ছেলে। রাতে ওষুধ আনার উদ্দেশে বাসা থেকে বের হন শফিকুল।
পরে অনেক খোঁজাখুঁজির পর জানা যায়, তিনি গুরুতর আহতবস্থায় তেঁতুলতলা এলাকায় রাস্তার পাশে পড়ে আছেন।
পুলিশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুরের উদ্দেশে নেয়া হয়। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
মুক্ত প্রভাত/রাশিদুল