পৃথক বন্দুকযুদ্ধে ময়মনসিংহে দুই মাদক ব্যবসায়ীর মৃত্যু
মুক্ত অনলাইন ডেস্ক
পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার রাতে ময়মনসিংহে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আবদুল্লাহ কাফি (৩১)। তিনি ফুলবাড়িয়া উপজেলার আমদালিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। নিহত অন্যজন আলমগীর হোসেন (২৭) সদর উপজেলার কালিবাড়ি গ্রামের ইব্রাহিমের ছেলে।
পুলিশ জানিয়েছে, মুক্তাগাছা উপজেলার ঝইল ব্রিজের কাছে গোয়েন্দা পুলিশের দুটি দল অভিযান চালায়। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে।
সন্ত্রাসীরা পিছু হটলে কাফিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।এছাড়াও সদর উপজেলার সাহেব কাচারী বাজারের দরিয়াপুর মাঠের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে তারা পিছু হটে। সেখান থেকে আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্ত প্রভাত/রাশিদুল