নিখোঁজ যুবকের ছয় দিনেও সন্ধান মেলেনি
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনধি
সন্ধান মেলেনি ছাদ্দাম হোসেন নামের (২৫) নিখোঁজ যুবকের। ৩০ অক্টোবর ঢাকা থেকে বাড়ি ফিরার পথে নিখোঁজ হন ওই যুবক।
নিখোঁজ যুবকের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুম শহর ইউনিয়নের ডিমলা পদুম শহর গ্রামে। তিনি ওই গ্রামের রেজাদুল করিমের ছেলে।
নিখোঁজের পরিবার সূত্রে জানাযায়- উপজেলার ডিমলা পদুম শহর গ্রামের রেজাদুল করিমের ছেলে ছাদ্দাম হোসেন এক বছর ধরে ঢাকা গাজিপুরে মাসকো গামেন্টর্স এ কোয়ালিটি পদে চাকরী করে আসছিলেন। গত ৩০ অক্টোবর গ্রামের বাড়িতে আসার পথে তিনি নিখোঁজ হন।
নিখোঁজের পর আজ শনিবার পর্যন্ত তার সন্ধান মেলেনি। স্ত্রী রেজমা বলেন, তিন বছর পূর্বে বিয়ে হয়। মাঝে মধ্যে পাগলের মতো হয়ে যান তিনি। গত ছয়দিন আগে আমার সাথে কথা হয়েছিল, তিনি বাড়িতে আসবেন। সেই থেকে নিখোঁজ রয়েছেন।
আত্বিয় স্বজনের বাড়িতে খোঁজা খুজি করে সন্ধান পাওয়া যায়নি। কেউ যদি সন্ধান পান ০১৭৮০৮৯৮৬৭৭ স্ত্রী রেজমাকে জানানোর অনুরোধ করেছে পরিবার। এদিকে ছেলে ছাদ্দাম হোসেন হারানোর শোকে মা ফুলমতি পাগল প্রায় হয়ে গেছে।এ ব্যাপারে থানায় জিডি করা হবে বলে প্রতিবেদককে পারিবার নিশ্চিত করেছে।
মুক্ত প্রভাত/রাশিদুল