উত্তরায় আটক স্বেচ্ছাসেবক-যুব দলের দুই নেতা
মোঃ ইলিয়াছ মোল্লা
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে স্বেচ্ছাসেবক ও যুব দলের দুই নেতাকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা এলাকার ১১ নম্বর চৌরাস্তা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই নেতা হলেন- গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিন আহমেদ এবং উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন। উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মো. কামরুজ্জামান এই দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
উত্তরা পশ্চিম থানার এসআই শাহীন মিয়া জানান, তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নাশকতার একটি মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে ।
মুক্ত প্রভাত/রাশিদুল