বাল্য বিয়ের দায়ে বর-কাজীর জেল

0

মুক্ত অনলাইন ডেস্ক

বাল্য বিয়ে রেজিস্ট্রি করার অভিযোগে উপজেলার শ্রীপুর ইউনিয়নের কাজী রেজাউল করিম ওরফে আক্কাস কাজীকে ছয় মাসের ও বর স্বপন রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কনেকে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আদালতের বিচারক বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

ভ্রাম্যমান আদালত ও গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার জানান, চলতি চছরের ফেব্রুয়ারি মাসে মানিকগঞ্জ জেলার জয়নগর পোস্ট অফিসের অধীন গিলন্ড গ্রামের আক্কাস সিকদারের মেয়ে নবম শ্রেণি পড়ুয়া লাকী খানমের সাথে নাটোরের নলডাঙ্গা উপজেলার কুমারপুর গ্রামের আব্দুল করিমের পুত্র স্বপন রহমানের (১৯) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৩ অক্টোবর স্বপন রহমান লাকি খানমকে তার পরিবারের আগোচরে পালিয়ে নিয়ে নিজ গ্রাম কুমারপুরে চলে আসে।

ওই দিন দিবাগত রাতে তারা পার্শ্ববর্তী বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের কাজী রেজাউল কমির ওরফে আক্কাস কাজীর কাছে তাদের বিয়ে রেজিস্ট্রি করার জন্য উপস্থিত হন।

এ সময় আক্কাস কাজী বর ও কনের বয়স পূর্ণ না হওয়ায় নানান টালবাহানা করে অবশেষে সাড়ে ১৭ হাজার টাকার বিনিময়ে বিয়ে রেজিস্ট্রি করে দেন। এ প্রসঙ্গে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম জানান, কাজী ছয় মাস ও বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.