প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ২৮২

0

মুক্ত অনলাইন ডেস্ক

আজ রোববার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সব উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করছে জিম্বাবুয়ে।

টসে জিতে ব্যাট করতে নামা সফরকারী দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করা শন উইলিয়ামস গতকাল দিনের খেলা শেষে জানিয়েছেন, প্রথম ইনিংসে অন্তত ৩০০ থেকে ৩৫০ রান তুলতে চায় তার দল।

তিনি বলেন, ‘কত রান তুলতে পারবো সেটা নিভর্র করবে আগামীকালকের (আজকের) সকালের ওপর। এই মুহূর্তে পিটার মুর আর রেগিস চাকাভার জুটিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি অন্তত ৩০০ থেকে ৩৫০ রান করা উচিত আমাদের। এমনকি ৪০০ রানও তোলা সম্ভব। যদিও সেটা অনেক দূরের পথ।’  প্রতিপক্ষের এমন পারফরম্যান্সের পরও সিলেট টেস্টের প্রথম দিন শেষে নিজেদেরই এগিয়ে রাখছে বাংলাদেশ।

এমন অভিমত দিলেন সিলেটের ঘরের ছেলে আবু জায়েদ রাহি। তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখব। কারণ এ উইকেটে ওরা কম রানই করছে।’ জিম্বাবুয়েকে ৩২০ রানের মধ্যে আটকানোর লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘ওদের একটা উইকেট পড়লেই কিন্তু টেল এন্ডাররা চলে আসবে। আমার মনে হয় আমাদের লক্ষ্য থাকবে আগে এক উইকেট নেওয়া।

সেটা হলে ওদের ৩২০ এর মধ্যে আটকে দিতে পারব। এ উইকেট শেষের দিকে গিয়ে কিন্তু টার্ন করে। আমরা যদি এগিয়ে থাকতে পারি প্রথম ইনিংসে তা হলে সেকেন্ড ইনিংস মনে হয় না ওরা বেশি করতে পারবে।’-সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.