২৫ নারীকে যৌন হেনস্থার অভিযোগ তাদের বিরুদ্ধে
মুক্ত অনলাইন ডেস্ক
দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ২৫ জন নারী যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। ভারতে গুজরাট রাজ্যের সুরাতে ওই ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
ইতিমধ্যে থানায় মামলা দায়ের করেছে ওই নারীরা। ওই থানার পুলিশ কর্মকর্তা শর্মা বলেন, তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ওই নারীরা নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করত। তাদের অভিযোগ, তাদের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা তাদের ইউনিফর্ম ঠিক করার কথা বলে শরীরে হাত দিত। এছাড়া কেউ তাদের পছন্দের জায়গায় বলদি চাইলে তাদের কাছে ঘুষ চাইতো।
এজন্য কাউকে যৌন প্রস্তাবও দেয় বলে অভিযোগ করেন নারীরা। এতে কেউ রাজি না হলে তাদের দুর্গম কোন জায়গায় ট্র্যান্সফার করে দিত। শিগগিরই এই মামলার সূরহা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।-সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল