চূড়ান্ত হলো ইভিএম বিধিমালা

0

মুক্ত অনলাইন  ডেস্ক

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবারের (৩ নভেম্বর) মুলতবি করা কমিশন বৈঠক ফের আজ রোববার (৪ নভেম্বর) শুরু করে এই বিধিমালা চূড়ান্ত করা হয়।

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে সিদ্ধান্ত নিতে এখন বৈঠকে বসছে ইসি। ইসি সূত্রে জানা গেছে, আজ রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে বিকেল ৩টায় শুরু হয় শনিবারের মুলতবি হওয়া কমিশন সভা।

বিকেল সোয়া ৪টার পর সভাটি শেষ হয়। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে তফসিল নিয়ে বৈঠকে বসছে ইসি। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এবং চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী উপস্থিত আছেন। এর আগে, শনিবার সন্ধ্যায় ইসির কমিশন সভা শেষে ইসি সচিব হেলালউদ্দিন আহমদ বলেছিলেন, ইভিএম ব্যবহারের বিধিমালা নিয়েও শনিবারের মুলতবি বৈঠকটি রবিবার শুরু হবে।-সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.