সাবেক মন্ত্রী বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য তরিকুল আর নেই
মুক্ত অনলাইন ডেস্ক
সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম আর নেই। আজ রোববার বিকাল ৫টা ৫ মিনিটি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিশ্বাষ ত্যাগ করেন।
তরিকুল ইসলামের ছেলে ও বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তথ্যটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। যশোর থেকে চার বার নির্বাচনে জিতে সংসদে যাওয়া তরিকুল ইসলাম চারদলীয় জোট সরকারের তথ্যমন্ত্রী এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে দলীয় কার্যক্রমে অনিয়মিত হয়ে পড়েছিলেন বিএনপির এই নেতা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে গত ফেব্রুয়ারিতে স্থায়ী কমিটির বৈঠকে শেষবার তাকে দেখা গিয়েছিল।-সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল