ইয়াবা-হেরোইনসহ সুন্দরগঞ্জে আটক দুই মাদক ব্যবসায়ী
মুক্ত অনলাইন ডেস্ক
চিহ্নিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। আজ রোববার ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা ও বেকটারী গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ ক্যাম্পের এএসপি হাবিবুর রহমান জানান, পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত কামাল সরদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী লাজু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ সময় তার নিকট থেকে ৮০ হাজার টাকা মূল্যের ৮ গ্রাম হেরোইন, ৫২ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫২ হাজার ২শত ২০ টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
লাজু ৭টি মাদক মামলার আসামি। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে। অন্যদিকে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ বেকটারী গ্রামের আশরাফ আলীর ছেলে মাদক ব্যবসায়ী আতাউর রহমানকে ১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল