ফেনসিডিলসহ পুঠিয়ায় আটক নারী-পুরুষ

0

মুক্ত অনলাইন ডেস্ক

একটি কোচ তল্লাশি করে ১৬০ বোতল ফেনসিডিলসহ নারী-পুরুষকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আজ সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটকৃতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর থানার বালিয়া মাদ্রাসা গ্রামের লাল হোসেনের মেয়ে মাজেদা বেগম (৩২) ও রাজশাহীর চারঘাট উপজেলার চকমুক্তারপুর গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে দীপক কুমার (২২)।

পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন আহম্মেদ বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলের ওই কোচটি ঝলমলিয়া চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়।

এসময় তাদের কাছে থাকা ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.