দুপুরে খালেদার সাথে নেতারা দেখা করবেন

0

 

কারাগারে খালেদা জিয়ার সাথে দেখা করবেন বিএনপির সিনিয়র নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে যাওয়ার কথা রয়েছে নেতাদের।

সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

রিজভী আরো জানান, বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যাবেন বিএনপির নেতারা।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে । রায় ঘোষণার পর থেকেই বেগম খালেদা জিয়াকে আদালত থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.