২১ লাখ টাকার হেরোইনসহ পলাশবাড়ীতে আটক ১

0

মুক্ত অনলাইন ডেস্ক

২১ লাখ টাকার হেরোইনসহ রবি সাহা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গাইবান্ধার পলাশবাড়ী থেকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদর দক্ষিণ বন্দর এলাকায় ‘নওশাদ পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবি সাহা বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রামের বিছু সাহার ছেলে।

গাইবান্ধা জেলার সহকারী পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে যাত্রীবাহী বাসটি আটক করে তল্লাশি চালায়।

এ সময় ওই বাসের যাত্রী রবি সাহার দেহ তল্লাশি করে ৪শ’ ৩০গ্রাম হেরোইন জব্দ করে। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ২১ লক্ষ টাকা। ডিবি পুলিশের ওসি মজিবুর রহমান জানান, রবি সাহার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.