সর্ব বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত
আজ শনিবার সকাল ১০ টায় দেশের সর্ব বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। জামাতে নামাজ পড়ান বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। এনিয়ে শোলাকিয় ঈদগাহ ময়দানে ১৯১তম জামাত অনুষ্ঠিত হলো।
এবার ঈদগাহ ময়দানে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এরআগে ঈদুল ফিতরের নামাজ শুরুর সময় ঈদগাহের বাইরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুইজন পুলিশ কনস্টেবল, এক গৃহবধূ ও এক জঙ্গি নিহত হন।
র্যাব, এপিবিএন, বিজিবি ও জেলা পুলিশের সহস্রাধিক সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
এছাড়া ঈদের দিন মাঠের ভেতর-বাইরে সহস্রাধিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়। পুরো মাঠে ওপর থেকে নজরদারি করা হয়। আটটি ওয়াচ টাওয়ারের মাধ্যমে মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। মাঠ ও এর আশপাশে পাঁচ প্লাটুন বিজিবি ও ২শ’ এপিবিএন মোতায়েনসহ বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করে। ওই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্যই নিরাপত্তা ব্যবস্থা।
১৮২৮ সালে এ মাঠে প্রথম বড় জামাতে একসঙ্গে সোয়া লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। সেই সোয়া লাখ থেকে ঈদগাহ মাঠের নামকরণ হয় শোলাকিয়া।এই জামাতে আনুমানিক তিন লাখ লোক নামাজ আদায় করেন।