শয়ন ঘরে নারীর গলাকাটা লাশ

0

মুক্ত অনলাইন ডেস্ক

জিন্নাতুন বেগম (২৯) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বত্তরা। সোমবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়। জিন্নাতুন নওগাঁর মান্দায় উপজেলার গনেশপুর ইউনিয়নের গোল্লাপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিন্নাতুন ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। সেই সুবাদে ঢাকায় এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। সেখানে আড়াই বছর সংসার করার পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

এর পর থেকে গ্রামের বাড়িতে এসে বাবার জমিতে পাকা বাড়ি করে একাই বসবাস করতেন। মঙ্গলবার সকালে এক প্রতিবেশী এসে দেখেন মেঝেতে বিবস্ত্র ও গলাকাটা অবস্থায় জান্নাতুন পড়ে আছে। এরপর থানা পুলিশে সংবাদ দেয়া হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি পরীক্ষা না করে বলা সম্ভব না।

বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.