আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

0

মোঃ ইলিয়াছ মোল্লা

সাভারের আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আব্দুর রউফ (২৫) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুর রউফের শরীরের ৮৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

তিনি আরব আলীর (৪৫) ছেলে। শুক্রবার সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

গত শুক্রবার সকালে আশুলিয়ার জামগড়ার মোল্লা বাজার (মানিকগঞ্জ কবরস্থান) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধদের মধ্যে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

বাকি দুইজন হলেন, হাসিনা বেগম (৪০) এবং তার স্বামী আরব আলীর (৪৫)। অন্যান্য দগ্ধরা হলেন, রওফের স্ত্রী রিপা (২২) এবং মেয়ে আয়াশা মনি (২)। রিপার বোন আশা জানান, তারা গার্মেন্টসে কাজ করেন, আর আরব আলী ব্যবসা করেন।

শুক্রবার সকালে তার বোনের শাশুড়ি (হাসিনা বেগম) রান্না ঘরে গিয়ে চুলা ধরাতে গেলে বিকট শব্দ হয় এবং আগুন ধরে যায়। রান্না ঘরে গ্যাসের চুলার পাশাপাশি সিলিন্ডারও ছিল বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি আশা।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.