মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

0

মুক্ত অনলাইন ডেস্ক

‘আজকের মন্ত্রিসভার আনুষ্ঠানিক সমাপ্তি শেষে অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী টেকনোক্র্যাট মিনিস্টারদের পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন, অন্যরা স্ব-পদে বহাল থাকবেন। তাদের পদত্যাগ করতে হবে না।’ আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর গণভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন।

তিনি বলেন, সংলাপ যখন শেষ হবে তখন প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে একটা স্পিচ দিবেন, সংলাপের ফলাফলের ভিত্তিতে ৮ তারিখ দুপুর ১২ টায় গণভবনে। বর্তমান মন্ত্রিসভার টেকনোক্র্যাট মন্ত্রীরা হলেন— বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, ধর্মমন্ত্রী মতিউর রহমান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।

এ বছর জানুয়ারিতে মন্ত্রিসভায় সর্বশেষ রদপদল হয়েছিল। তারপর এতদিন ৩০ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও দুইজন উপমন্ত্রী দায়িত্ব পালন করে আসছিলেন। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী টেকনোক্র্যাট বা অনির্বাচিত মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ নভেম্বর ঘোষণা করা হবে।-সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.