পিছিয়েছে তিন ব্যাংকের নিয়োগ পরিক্ষার সময়সূচি

0

মুক্ত অনলাইন ডেস্ক

অফিসার (ক্যাশ) পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে এমসিকিউ টেস্ট এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে সরকারি তিন ব্যাংকের।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ) পদের লিখিত পরীক্ষা চলতি বছরের ১৬ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

এদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।  আগের দেওয়া সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।-সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.